বাংলাদেশ ইলন মাস্ককে ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর আমন্ত্রণ জানায় - Starlink launch within 90 days
বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অধ্যাপক মুহাম্মদ ইউনূস, স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য আগামী ৯০ কর্মদিবসের মধ্যে দেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ধনকুবের উদ্যোক্তা ইলন মাস্ককে।
১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে ইউনূস স্টারলিংকের সম্ভাবনার কথা উল্লেখ করেন, যা বিশেষভাবে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ জনগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
"বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ সংযুক্ত করা এক বিপ্লবী পরিবর্তন আনবে, বিশেষ করে দেশের উদ্যমী তরুণদের, গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারীদের এবং দূরবর্তী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য," চিঠিতে উল্লেখ করেন ইউনূস।
স্টারলিংকের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে ইউনূস তার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মাস্কের দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন।
এই আমন্ত্রণের পূর্বে, ১৩ ফেব্রুয়ারি ইউনূস ও মাস্কের মধ্যে এক বিস্তৃত টেলিফোনিক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
Post a Comment